Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

১। গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (ভিডিপি পুরুষ ও মহিলা)

এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য/সদস্যাগন ভিডিপি সংগঠন সম্পর্কে জ্ঞান লাভ করেন এবং ভিডিপি প্লাটুন সদস্য/সদস্যা হিসাবে সরকারী কার্যকলাপে ও আর্থ সামাজিক উন্নয়নে উদ্বুদ্ধ হন। প্রশিক্ষণের নিয়মাবলী নিম্নরূপঃ-

 

  • বাছাইকৃত গ্রামের ৩২ জন পুরুষ এবং ৩২ জন মহিলা সমন্বয়ে গঠিত দুটি প্লাটুনকে সরকারী খরচে প্রশিক্ষণ দেয়া হয়।
  • গ্রামের সুবিধা জনক স্থানে  ১০ (দশ) দিনের এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
  • একটি গ্রামে একবার এই প্রশিক্ষণ দেয়া হয়।
  • প্রশিক্ষণার্থীকে সর্ব নিম্ন অষ্টম শ্রেনী পাশ হতে হয়।
  • প্রশিক্ষণার্থীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
  • গ্রম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ছাড়াও অস্ত্র সহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ, দুর্যেোগ ব্যাবস্থাপনা প্রশিক্ষণ পুরুষ ইত্যাদি প্রশিক্ষণ পরিচালিত হয়ে থাকে।
  • দৈনিক ১৫০/- টাকা হারে ১০ দিন প্রশিক্ষণে ১৫০০/- টাকা প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।
  • প্রশিক্ষণ শেষে প্রাপ্ত ৬০০/- টাকা থেকে ১০০/- টাকা মূল্যের আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের
  •     একটি শেয়ার ক্রয় করতে হয়। শেয়ার ক্রয়কারীগন তাহাদের ভাগ্য উন্নয়নের জন্য এলাকার
  •     আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক হতে সহজ শর্তে ঋণ গ্রহণ করতে পারেন।
  • প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান কার হয়।
  • জেলা কমান্ড্যান্ট আর্থিক বছর শুরুর আগেই উপজেলা কর্মকর্তার সুপারিশ মোতাবেক গ্রাম নির্বাচন
  •    করেন।
  • এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রামের ভিডিপি পুরুষ ও মহিলা প্লাটুন সমূহ পূনর্গঠিত হয় ও আর্থ
  •     সামাজিক উন্নয়নে নিজেদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হয়।
  • সরকারী নীতি অনুযায়ী (অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণে) গ্রহণকারী সদস্য সদস্যাগন ৩য় ও ৪র্থ শ্রেনীর সরকারী চাকুরীতে  
  •    নির্ধারিত ১০% কোটা আবেদন করার সুযোগ পান।
  • ২। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা)
  •           এই প্রশিক্ষণ গ্রহন করলে সদস্য/সদস্যাগন সাধারণ আনসার হিসাবে দায়িত্ব পালনে সক্ষম হন এবং অংগীভূত হওয়ার যোগ্যতা অর্জন করেন। এই প্রশিক্ষণের নিয়মাবলী নিম্নরূপঃ-
  • 4মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত বাছাইকৃত আনসার ও ভিডিপি সদস্য/সদস্যাদের ৪২ দিনের সাধারণ আনসার প্রশিক্ষণেন জন্য ধারাবাহিক ভাবে জেলা সদরে ও শফিপুর  আনসার একাডেমী.গাজীপুরে প্রশিক্ষণ দেওয়া হয়। উক্ত সাধারণ আনসার সদস্যগনকে ক্ষুদ্রা্স্ত্র পরিচালনা প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণ শেষে প্যানেল ভূক্তির মাধ্যমে ধারাবাহিক ভাবে সরকারী বেসরকারী স্থাপনায়/সংস্থায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হয়।
  • 4আনসার আইন ১৯৯৫ এবং আনসার বাহিনী প্রবিধানমালা ১৯৯৬ এর আলোকে সংশি­ষ্ট ব্যক্তিকে 
  •    নিম্নরূপ যোগ্যতা সম্পন্ন হতে হয়ঃ-
  •    (ক) বয়স ১৮ হতে ৩০ বছর।
  •    (খ) শিক্ষাগত যোগ্যতা  নবম শ্রেনীর রেজিষ্ট্রেশনধারী হতে হয়। তবে এস এস সি বা তদুর্দ্ধ
  •        পাশদের প্রশিক্ষণ গ্রহণে অগ্রাধিকার দেয়া হয়।
  •    (গ) উচ্চতাঃ
  •    (ঘ) সর্বনিম্ন ১৬০ সেঃ মিঃ অর্থাৎ  ৫র্-৪র্র্ (পুরুষের ক্ষেত্রে)
  •   (ঙ) সর্বনিম্ন ১৫০ সেঃ মিঃ অর্থাৎ ৫র্-০র্র্ (মহিলার ক্ষেত্রে)
  •    (চ) বুকের মাপ ৭৫ সেঃমিঃ হতে ৮০ সেঃমিঃ অর্থাৎ ৩০র্-৩২র্র্র্র্ (পুরুষের ক্ষেত্রে)
  •    (ছ) দৃষ্টি শক্তিঃ ৬/৬
  • সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার সনদ এবং চারিত্রিক ও নাগরিকত্ব সনদ দাখিল করতে হয়।
  • প্রশিক্ষণকালীন প্রশিক্ষণার্থীদের সরকারীভাবে থাকা,খাওয়া,পোষাক-পরিচ্ছদ প্রদান করা হয়।
  • এই প্রশিক্ষণে অংশগ্রহনের জন্য কোন সদস্যকে ব্যক্তিগতভাবে কোন অর্থ প্রদান করতে হয়না।
  • এই প্রশিক্ষণ সাফল্যজনকভাবে সমাপ্তিরপর সাধারণ আনসারগণদেশের বিভিন্ন সরকারী-বেসরকারী
  •     কেপিআই/গুরুত্বপূর্ণ
  •     সংস্থায় অংগীভূত হয়ে নিরাপত্তা বিধানের দায়িত্ব পালন করে।
  • প্রশিক্ষণ গ্রহণকারী সাধারণ আনসার সদস্য/সদস্যাগন দূর্গাপুজা,জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন ইত্যাদি দায়িত্ব পালনে স্বল্পকালীন সময়ের জন্য অংগীভূত হয়ে থাকে।

৩। পেশা ভিত্তিক প্রশিক্ষণ  

          মৌলিক প্রশিক্ষণ ছাড়াও পেশাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে একজন আনসার-ভিডিপি সদস্য/সদস্যা স্বনির্ভর হবার সুযোগ পায়। আনসার-ভিডিপি সংগঠন সদস্য/স্যদস্যাদের প্রতি বছর বিভিন্ন ধরনের পেশাভিত্তিক প্রশিক্ষণ দিয়ে থাকে। যেমনঃ-

বেসিক কম্পিউটার প্রশিক্ষণ পুরুষ ও মহিলা, বিভিন্ন কারীগরি প্রশিক্ষণ: অটোমেকানিক্স, রেফ্রিজারেটর এ্যন্ড এয়রকন্ডিশনিং, ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং, ওয়েলডিং, পাম্পিং এন্ড পাইপ ফিটিং, মোটর ড্রাইভিং, মেলাই ও ফ্যাশন ডিজাইন- মহিলা

নকশিকাঁথা কোর্স (ভিডিপি সদস্যা)।

মুক্তা চাষ ( ভিডিপি পুরুষ) ইত্যাদি।